তাহিরপুর প্রতিনিধিঃ-
প্রায় আট মাস বন্ধ থাকার পর খুললো তাহিরপুর সীমান্তের তিনটি শুল্ক বন্দর বড়ছড়া, চারাগাঁও ও বাগলী। এর মধ্যে বাগলী ও বড়ছড়া শুল্ক বন্দর দিয়ে চুনাপাথর আমদানি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বাগলী ও বড়ছড়া শুল্ক বন্দর দিয়ে চুনাপাথর আমদানি শুরু হয়েছে। তবে চারাগাঁও দিয়ে বন্ধ আছে চুনাপাথর আমদানি কার্যক্রম। প্রায় আট মাস ফের চুনাপাথর আমদানি শুরু হওয়ায় এ কাজে নির্ভরশীল শ্রমজীবী ও আমদানিকারকদের মধ্যে স্বস্তি ফিরেছে। এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান, বাগলী চুনাপাথর ও কয়লা আমদানী কারক সমিতির সভাপতি এম খালেক মোশারফ, ক্যাশিয়ার আলী হোসেনসহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাগলী চুনাপাথর ও কয়লা আমদানিকারক সমিতির সভাপতি এম. খালেক মোশাররফ জানান, দীর্ঘ দিন চুনাপাথর আমাদানি বন্ধ থাকায় শ্রমজীবী লোকজনের পাশাপাশি বিপাকে পড়েন আমদানিকারকরাও। বুধবার থেকে দুটি বন্দর দিয়ে চুনাপাথর আমদানি শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আজ প্রথম দিনই ৮০ গাড়ি চুনাপাথর আমদানি হয়েছে।