Example Widget

This is an example widget to show how the Secondary sidebar looks by default. You can add custom widgets from the widgets screen in the admin. If custom widgets are added then this will be replaced by those widgets

দোয়ারাবাজারে আ’লীগ ও বীরমুক্তিযোদ্ধাদের পৃথক আলোচনা

দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধারে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে উপজেলা আ’লীগ, অঙ্গসহযোগী সংগঠন এবং বীরমুক্তিযোদ্ধাদের পৃথক র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা আ’লীগের কার্যালয়ে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে উপজেলা আ’লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীকের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সফর আলী, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি শফিকুল ইসলাম বাবুল, আ’লীগ নেতা আব্দুল হান্নান, বরুন চন্দ্র দাস, বশির উদ্দিন, হারুন অর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ছালিক মিয়া, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান রুবেল, ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, মইনুল ইসলাম, শাহজালাল, ছাত্রলীগ নেতা নিউটন দাস সয়ন, প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মী, বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এ দিকে সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ মুর্শেদ মিশুর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক। এসময় বক্তারা বলেন, ‘আগষ্টের শোককে শক্তিতে পরিণত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জননেতা মুহিবুর রহমান মানিককে আবারও নৌকা প্রতীকে বিজয়ী করতে হবে।’ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, দোহালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ফখর উদ্দিন, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সিনিয়র সহ-সভাপতি আবু সালেহ মোঃ আলা উদ্দিন সাধারণ স¤পাদক আশিক মিয়া, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, বীরমুক্তিযোদ্ধা ডা: সামছুল ইসলাম, আব্দুল বারিক, নুরুল ইসলাম, ওয়ারিছ আলী, আব্বাস আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মোঃ বশির আহমদ, সাধারণ স¤পাদক রুহুল ফেরদৌস পুলক দোয়ারাবাজার সদর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মেম্বার মোঃ মিজানুর রহমান মিজু প্রমুখ।এসময় উপজেলা আ’লীগ, অঙ্গসহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ