আরমানুল সিদ্দিক মান্না
বিজিবি ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে ভারতীয় অবৈধ পণ্য পাচারকালে র্যাবের জালে বন্দী ১৮ চোরাকারবারী। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট এর অধিনায়ক উইং কমান্ডার মমিনুল হক জি ডি (পি) এ নির্দেশে ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩, সুনামগঞ্জ নবাগত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে পৃথক ৭ টি অভিযানে জেলার বিশ^ম্ভরপুর, দোয়ারা, সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় চিনি, শাড়ি, সাবান, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য উদ্ধার হয়। স্থানীয় বাসিন্ধারা জানান, জেলার তাহিরপুর উপজেলার সাহিদাবাদ, সদর উপজেলার ডলুরা, দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ী- রিংকু এ তিনটি বর্ডার হাট দিয়ে হাটের দিন স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট, চোরাকারবারী ও অসাধু কর্মকর্তাদের সহায়তায় অবৈধ ভারতীয় চিনি, শাড়ী,কসমেটিকস,চকলেট,ডালিম,মদসহ বিভিন্ন অবাধে আসছে। সরকারী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্য পাচার বন্দের দাবী জানাই। র্যাব অফিস সূত্রে জানা যায়, গত ০২ আগস্ট, ২০২৩ তারিখ রাত ৯.৩০ মিনিটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানীর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ মতিয়ার রহমান এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার সবজির আড়ৎ এর পশ্চিম পাশের্^ মোঃ জজ মিয়ার বসত বাড়ীর পশ্চিম পার্শে¦র গোয়ালঘর হইতে ৪৯ বস্তা (২৪৫০ কেজি) ভারতীয় চিনি ’সহ ০২ জন চোরাকারবারী আটক করা হয়। আটকৃতরা হলেন মোঃ জজ মিয়া (৭০), পিতা-মৃত. এলাহী বক্স, মাতা-মৃত.মালুমছা খাতুন, সাংবাংলাবাজার পোস্টঃ বাংলাবাজার, মোঃ আব্দুল কাদের (৩৩), পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-জোসনা বেগম, সাংকিরণ পাড়া উভয় থানা-দোয়ারাবাজার। ০৩ আগস্ট, ২০২৩ ইং তারিখ রাত ০৩.৩০ ঘটিকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানীর একটি আভিযানিক দল জেলার সুনামগঞ্জ মডেল থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে । অভিযানকালে ইব্রাহিমপুর এলাকা থেকে ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় গোলাপজল, ৮১ হাজার টাকা মূল্যের ভারতীয় ভিবেল সাবান, ৩৮ হাজার ৩ শত টাকা মূল্যের নবরত্ন তেল, ৩৪৩ পিস বিভিন্ন ব্যান্ডের ভারতীয় শাড়ি ’সহ ০২ জন চোরাকারবারী আটক করা হয়। আটককৃতরা হলেন সাব্বির আহমেদ (১৯), পিতা-মোঃ সালাতুল ইসলাম, মাতা-মোসাঃ মিনা বেগম, মোঃ মতিউর রহমান নিজাম(২৪), পিতা-মৃত. আশ্রাফ আলী, মাতা-রেহেনা খাতুন উভয় সাং- ইব্রাহিমপুর থানা-সদর, জেলা-সুনামগঞ্জ । ০৫ আগস্ট, ২০২৩ তারিখ ভোর ০৫.১০ মিনিটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানীর একটি আভিযানিক দল সুনামগঞ্জ মডেল থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার জাহাঙ্গীরনগর ফেনীবিল গ্রামের মৃত অলক মাষ্টারের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হইতে ভারতীয় প্রসাধনি ৪৪৮৬ পিস ও ৮১৫ প্যাকেট চকলেট সহ ০৪ জন চোরাকারবারী আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ তোফাজ্জল হোসেন (৩৫), পিতা-মোঃ মনু মিয়া, মাতা-মহিফল বিবি, মোঃ মোবারক হোসেন (৫৫), মোঃ আব্দুল কুদ্দুস (৫৩), উভয় পিতা-মৃত আব্দুল গফুর, মাতা-মৃত সুর্য্যবান বেগম, মোঃ আরিফুল ইসলাম (২০), পিতা-মোঃ আব্দুর রফিক, সর্ব সাং- জাহাঙ্গীরনগর ফেনীবিল থানা-সুনামগঞ্জ সদর, জেলা সুনামগঞ্জ। ০৮ আগস্ট, ২০২৩ তারিখ রাত ০৩.৩০ ঘটিকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানীর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ মতিয়ার রহমান এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউপি¯’ ৯নং ওয়ার্ডের কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ীতে ও ১নং আসামীর বসতঘরের বারান্দা হতে ১৫১ বস্তা ভারতীয় চিনি ’সহ ০৩ জন চোরাকারবারী আটক করা হয়। আটককৃতরা হলেন মহরম আলী (৪২), পিতা-মোঃ সোলায়মান, মাতা-হাওয়া বেগম, সাং-বাঁশতলা পয়েন্ট, গু”ছগ্রাম, উত্তর কাপনা, ৮নং ওয়ার্ড, সলুকাবাদ ইউপি, মোঃ আতিকুল ইসলাম (২৫) , পিতা-মৃত ইসলাম উদ্দিন, মাতা মোসাঃ আসিয়া খাতুন, মোঃ ওবায়দুর রহমান (২০), পিতা-মোঃ সায়েম উদ্দিন, মাতা-রোকসানা উভয় সাংআব্দুর রাজ্জাকের বাড়ি, কাশিপুর, ০৯ নং ওয়ার্ড, সলুকাবাদ ইউপি সর্ব থানা-বিশ্বম্ভভরপুর। ৯ আগস্ট ২০২৩ ইং ৩.৩০ মিনিটে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজ এর উত্তর পার্শে¦ বাঁধন পাড়া এলাকার জনৈক দেলোয়ার হোসেনের টিনশেড পাকা ঘরের সামনে পাকা রা¯াÍর উপর পৌঁছাইলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পণ্য বহন করা অবস্থায় ২ জন লোক পালাইয়া যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ কামরুল হাছান (২৯), পিতা-মৃত. ইয়াকুব আলী, মাতাছালেতুন নেছা, সাং-তেঘরিয়া, ৭নং ওয়ার্ড থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ, মোঃ আবুল হোসেন (২৬), পিতামৃত আব্দুল জলিল, মাতা-নুরজাহান বেগম, সাং-নারায়নতলা নতুন গুদিগাঁও, থানা-সুনামগঞ্জ সদর। ১০ আগস্ট ২০২৩ তারিখ রাত ১০.২০ মিনিটের সময় জেলার দোয়ারাবাজার থানাধীন গাছগড়া গ্রামের’ মোঃ হাছান আলী (৪৫) এর বসত ঘরের সামনে পৌঁছাইলে র্যাবের উপস্তিতি টের পেয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ পণ্য মজুদ করা অবস্থায় ০২ জন ব্যক্তি পালাইয়া যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ হাছান আলী (৪৫), পিতা-আবুল কাশেম, মাতা-মৃত তারা বানু, সাং-গাছগড়া, বোগলাবাজার ইউপি, মোঃ হাবিবুর রহমান (২১), পিতা- মোঃ শফিকুল ইসলাম, মাতা-হাজেরা বেগম, সাং-ধর্মপুর, উভয় থানা-দোয়ারাবাজার। ১২আগস্ট ২০২৩ তারিখ ১২.৩০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার সদর থানাধীন জলিলপুর গ্রামে জনৈক মৃত মহসীনের বাড়ীর আঙ্গিনায় ৫৫৩ পিস ভারতীয় শাড়ী, ১৬৫পিস লেহেঙ্গা ও ৭১০ কসমেটিক্স এবং ০১টি সিএনজি সহ ০৩ জন ব্যক্তি পালাইয়া যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১। মোঃ আকসার উদ্দিন (২৩), পিতা-সুনু মিয়া, মাতা-নুর জাহান, সাং-উত্তর আরপিননগর, ৬নং ওয়ার্ড ২। মোঃ আফজাল হোসেন (৩৩), পিতা-মৃত নেহার উদ্দিন, মাতা-আনজুমান আরা, সাং-পশ্চিম তেঘরিয়া, ৭নং ওয়ার্ড ৩। মোঃ দেলোয়ার হোসেন (২০), পিতা-আব্দুল আলিম, মাতা-দিলায়ারা বেগম, সাং-ইকবালনগর। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩, সুনামগঞ্জ নবাগত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মতিয়ার রহমান জানান, ভারতীয় অবৈধ পণ্য পাচার ঠেকাতে মাঠে তৎপর রয়েছে র্যাব। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
র্যাবের পৃথক অভিযানে প্রায় দেড় কেটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১৮ চোরাকারবারী
