স্টাফ রিপোর্টার :-
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ারুল হালিম বলেছেন, যুবশক্তির উপর ভর করেই বাংলাদেশ এগিয়ে যেতে চায় আরও অনেক দূর। তবে সেই শক্তিকে হতে হবে কর্মক্ষম, আধুনিক, তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ এবং প্রচন্ড মেধাবী। আর সেই মেধাবী যুবশক্তির খোঁজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অপেক্ষাকৃত মেধাবী তরুণদের হাত ধরেই আগামীর কাঙ্খিত দেশ বিনির্মাণ করতে চান। মো. আনোয়ারুল হালিম শুক্রবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের হল রুমে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। আন্ত: প্রজন্ম সংহতি: সকলের জন্য বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহনুর আলম। যুব উন্নয়ন কার্যালয়ের ক¤িপউটার প্রশিক্ষক মো. আলমগীর কবীরের পরিচালানায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক জাকিয়া সুলতানা। প্রধান অতিথি এ সময় আরও বলেন, প্রধানমন্ত্রী প্রথম থেকেই বলেছেন ডিজিটাল বাংলাদেশের কথা। অর্থাৎ আমাদের জন্য একটা সুযোগ হাতে রয়েছে, আমাদের কিছু নেই কিন্তু আমরা এটা ধরেই কিন্তু এগিয়ে যেতে পারবো। এবং সেখানে যতটুকু গ্যাপ আছে, এই গ্যাপটা পূরণ করার একটা সুযোগ আছে। সেই সুযোগটাতে কাজে লাগাতে হবে যুবদের। এজন্যই যুবদেরকে দক্ষতা অর্জন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের কিন্তু মেধা ও যোগ্যতার কোনো অভাব নাই। সুতরাং নিজেকে আবিষ্কার করে প্রেরনা ও সাধনা করে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি যুবকদের শক্তিতে পরিণত হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সৈয়দ মনোয়ার আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা সঞ্চিতা রানী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কোহিনূর বেগম, পৌরসভার সাবেক কমিশনার ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কলি তালুকদারসহ যুব উন্নয়নের উদ্যোক্তাবৃন্দ ও বিভিন্ন সেক্টরের সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ।