স্টাফ রিপোর্টার::
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকান্ডের সাথে ইউপি চেয়ারম্যান সহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্দ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সদস্য আমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, সহসভাপতি সেলিম আহমেদ তালুকদার, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী, সাবেক সাধারণ স¤পাদক এমরানুল হক চৌধুরী, কার্যকরী সদস্য মাসুম হেলাল, সদস্য শাহাবুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ কুদরত পাশা, সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার শামসুল কাদির মিসবাহ, বাংলা নিউজের জেলা প্রতিনিধি আশিকুর রহমান পীর। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউএনবি’র প্রতিনিধি অরুণ চক্রবর্তী, দৈনিক জালালাবাদের প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি ঝুনু চৌধুরী, দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক সিলেটের বাণী প্রতিনিধি মাসুক মিয়া, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ স¤পাদক বিশ্বজিৎ সেন পাপন, বিজনেস বাংলাদেশের প্রতিনিধি দিলাল আহমেদ, সাংবাদিক শাহরিয়ার সুমন, আব্দুল কাইয়ুম, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি কর্ণ বাবু দাস এশিয়ান টিভির আল-আমিন, সিরাজুল ইসলাম শ্যামল, তানভীর আহমেদ তালুকদার। এসময় বক্তারা বলেন, সারাদেশে উদ্বেগ জনক ভাবে সাংবাদিক নির্যাতন ও হত্যাকান্ডের মত ঘটনা বাড়ছে। হত্যাকান্ডের সঠিক বিচার না হলে এধরনের কর্মকান্ড আরো বাড়বে। সাংবাদিক নাদিম হত্যা কান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নতুবা সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।