তাহিরপুরে জাতীয় শোক দিবস সফল করার লক্ষ্যে আ.লীগের গণসংযোগ


তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার উত্তর শ্রীপুর, দক্ষিন শ্রীপুর, উত্তর বড়দল, দক্ষিণ বড়দল, বাদাঘাট ও তাহিরপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে গণসংযোগ শেষে দলীয় কার্যালয় গুলোতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ স¤পাদক আমিনুল ইসলামের সঞ্চালয়ন জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় সফল করার লক্ষ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক অমল কান্তি কর, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুনাব আলী, সাধারণ স¤পাদক আফতাব উদ্দন, তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বুরহান উদ্দিন, যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুস শহিদ, মিলন তালুকদার, সেলিম হায়দার, আলম জিলানী সুহেল, চন্দন তালুকদার, বাচ্চু মিয়া, জুলহাস মুল্লিক, সাঞ্জব, উস্তার,হাবুল মিয়া, বজলু মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ