তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে বালুসহ সাতটি স্টিল বডি নৌকা আটক করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি। আটককৃত বালু বোঝাই নৌকাগুলোর আনুমানিক মূল্য এক কোটি টাকা। গত সোমবার বিকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্ত নদী যাদুকাটায় অভিযান চালিয়ে নৌকাগুলো আটক করেন। জানা যায়, উপজেলা বাদাঘাট ইউনিয়নের সীমান্ত নদী যাদুকাটায় একদল বালুখেকো চক্র ইজারা প্রাপ্ত নির্ধারিত এলাকার বাহির থেকে সরকারি নিদর্শনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনির নেতৃত্বে অভিযান চালিয়ে যাদুকাটা নদী থেকে বালুসহ সাতটি স্টিল বডি নৌকা আটক করেন। অভিযান টের পেয়ে বালুখেকো চক্র নৌকা ফেলে পালিয়ে যায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি জানান, বালুসহ সাতটি স্টিল বডি নৌকা আটক করা হয়েছে। নৌকার মালিকের খোঁজ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।