ব্যাংকের চুরি হওয়া সাড়ে ৯ লাখের মধ্যে ৬ লাখ টাকা উদ্ধার করল পুলিশ

স্টাফ রিপোর্টার::
শহরতলি এলাকা মঙ্গলকাটা বাজারে ডা” বাংলা এজেন্ট ব্যাংকের চুরি হওয়া সাড়ে ৯ লাখ টাকার মধ্যে প্রায় ৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে এ চুরি সংঘটিত হয়। ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ চুরির সাড়ে নয় লাখ টাকার মধ্যে পাঁচ লাখ ৯৪ হাজার টাকা এবং এজেন্ট ব্যাংকের এক স্টাফসহ দুইজনকে আটক করে। এসময় এজেন্ট ব্যাংকিংয়ের চুরি হওয়া লেপটপও চোরদের কাছ থেকে উদ্ধার করা হয়। রবিবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার এহসান শাহ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শুক্রবার রাতে সদর উপজেলার মঙ্গলকাটা বাজারের ডা” বাংলা এজেন্ট ব্যাংক থেকে নগদ সাড়ে ৯ লাখ টাকা ও অফিসের একটি ল্যাপটপ ও সিসি ক্যামেরার ডিভিয়ার চুরি হয়। চুরির ২৪ ঘণ্টার ভেতরে চোর শনাক্ত করে আটক করি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেয়া তথ্যমতে একটি নির্মাণাধীন ভবনের মাটি খুড়ে পাঁচ লাখ ৯৪ হাজার টাকা ও ল্যাপটপ উদ্ধার করা হয়। ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের মঙ্গলকাটা শাখা’র পরিচালক মোহাম্মদ আলী জানান, বৃহ¯পতিবার অফিসের একজন স্টাফ ছুটিতে ছিল। দিন শেষে রাতে অন্য স্টাফ সুহেল মিয়া ক্যাশ বুঝিয়ে দেবার সময় কৌশলে নয় লাখ টাকা আরেক ড্রয়ারে সরিয়ে রাখে। রাতে আলী আজগর নামের আরেক চোরকে সঙ্গে নিয়ে তার কাছে (সুহেল) থাকা চাবি দিয়ে অফিস খুলে একটি লেপটপ, সিসি ক্যামেরার ডিবিআর নিয়ে যায় তারা। শনিবার সকালে এই বিষয়ে থানায় জিডি করি আমরা।সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, থানায় জিডি হওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তে নামে পুলিশ। রাত ১২টায় অপরাধি সুহেল রানাকে (২২) তার নির্মাণাধীন বাড়ি থেকে এবং একই গ্রামের অন্য চোর আলী আজগরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরির পাঁচ লাখ ৯৪ হাজার টাকা ও লেপটপ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ