মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কোন বিরোধ নেই- এম এ মান্নান

স্টাফ রিপোর্টার :
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশের নির্বাচনে কেউ অনিয়ম করলে, বাধা দিলে তাদের শাস্তির আওতায় আনা হবে। নির্বাচন কমিশনে এই বিধান আছে। মার্কিন যুক্তরাষ্ট্র শাস্তি দেওয়ার কে। সুতারাং এখানে ভয়ের কিছু নেই। মন্ত্রী বলেন, প্রত্যেকটা রাষ্ট্র স্বাধীন, প্রত্যেক দেশের আইন ও সংবিধান আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে তারা সারা দুনিয়াতে তাদের স্বার্থের বিনিময়ে কাজ করে। আমাদের দেশ স্বাধীন, আমরা আমাদের স্বার্থের বিবেচনায় কাজ করব। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদের কোন বিরোধ নেই। আবারও বলছি কেউ বাংলাদেশের নির্বাচনে বাধা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিত্যপণ্যের বাজার নিয়ে মন্ত্রী বলেন, পেঁয়াজ আমদানি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশে যারা পেঁয়াজের সিন্ডিকেট করেছেন তাদের পিয়াজ এখন পঁচে নষ্ট হয়ে যাবে। তাই সময় আছে এখনও কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করুন। তিনি গত বৃহস্পতিবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলায় এফ আই ভি ডি বি হলরুমে ‘সুনামগঞ্জ হাওর এলাকার সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতা” সমীক্ষা শীর্ষক প্রকল্পের উপর মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বাপাউবো ঢাকার অতিরিক্ত মহাপরিচালক (পূর্বরিজিয়ন) এস এম শহীদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুনঃ