স্টাফ রিপোর্টার::
সারাদেশ ব্যপী সন্ত্রাস তান্ডব নৈরাজ্যের প্রতিবাদে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে জেলা যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১১ টায় রমিজ বিপণী দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশের আয়োজন করে জেলা যুবলীগ। জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল’র নির্দেশে জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাসের সভাপতিত্বে এবং সদর যুবলীগের সাংগঠনিক স¤পাদক জেবুল মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, সদর যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ স¤পাদক মোহাম্মদ হারুন প্রমুখ। সভাপতি’র বক্তব্য সবুজ কান্তি দাস বলেন, জামায়াত বিএনপির সন্ত্রাস তান্ডব নৈরাজ্যের প্রতিবাদে আজকের আমাদের এই শান্তি সমাবেশ। যেখানেই অন্যায় হবে, সেখানেই যুবলীগ প্রতিরোধ গড়ে তুলবে। জেলার রাজপথে আমরা যুবলীগ নেতৃবৃন্দ পাহাড়ায় আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এছাড়াও এ সময় শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন সদর যুবলীগের সহসভাপতি আজিজুল আলম, পিন্টু বনিক, কাওসার তালুকদার, ফয়সাল আহমেদ, সাংগঠনিক স¤পাদক জিল্লুর রহমান সজিব, এনাম আহমেদ প্রচার স¤পাদক আব্দুর রাজ্জাক, সুনামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান ই¯পাহানি, জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিয় মৈত্র, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সুব্রত তালুকদার প্রমুখ।
জেলা যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
