প্রধানমন্ত্রীকে হুমকীর প্রতিবাদে শ্রমিকলীগ সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমদের নেতৃত্ব প্রতিবাদ র‌্যালি ও সভা

স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শ্রমিকলীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদের নেতৃত্বে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার তাহিরপুর উপজেলার বাদাঘাট, চানপুর, বড়ছড়াসহ বিভিন্ন এলাকায় প্রায় দুই হাজার মোটর সাইকেলে নেতাকর্মীদের নিয়ে প্রতিবাদ র‌্যালী ও সভা করেছেন। পৃথক পৃথক প্রতিবাদ সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে জনসভায় হুমকীদাতার দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী জানান। এ সময় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুশেন বর্মন, ছাত্রলীগ সভাপতি আশরাফ সাধারন সম্পাদক সাইদুর সহমান, শ্রমিকলীগনেতা বিল্লাল আমিন, আওয়ামীলীগনেতা জোসেফ আখঞ্জি, মিজানুর রহমান, বিপ্লব শরিফ, সাধারন সম্পা আবু বক্কর, সাবেক ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শফিক মল্লিকসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ