জামিউল ইসলাম তুরান,শান্তিগঞ্জ :
নোংরা পরিবেশ, পণ্যের অতিরিক্ত মূল্য ইত্যাদির কারণে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ছকিনা আক্তার। বুধবার দুপুর সাড়ে ১২টায় পাগলা বাজারের একটি ব্রয়লার মোরগের দোকান ও দু’টি রেস্টুরেন্টকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেন তিনি। ছকিনা আক্তার জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণে আমরা নিয়মিত উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ পাগলা বাজারের অভিযান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩, ৫৩ ধারায় ৩টি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো বাদশা ব্রয়লার মোরগের দোকান ৩ হাজার, দেব মিষ্টি ঘর ৩ হাজার ও বিজয় মিষ্টিঘর ১ হাজার টাকা। আমরা সকল ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার স¤পর্কে সচেতনতামূলক কথাবার্তা বলেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।