বন্যার সময় কোথায়ও বিএনপিকে দেখা যায়নি: পরিকল্পনামন্ত্রী


শান্তিগঞ্জ প্রতিনিধি::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দেশের যেকোন দুর্যোগে মানুষের পাশে আছে আওয়ামী লীগ সরকার। জনবান্ধন এই সরকারের আমলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে৷ সরকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে৷ কিন্তু বিএনপি নামে একটা দল আছে যারা কোন কাজ করে না৷ জনগণের পাশে থাকেনা। তাদের কাজ হল ঘরে বসে বসে সরকারের সমালোচনা করা৷ এতবড় বন্যা গেলো কোথায়ও তো তাদের দেখা গেলনা৷ মাঝেমাঝে রাস্তাঘাটে কিছু ছিটিয়ে দিয়ে গেছে লোক দেখানোর জন্য। কিন্তু আওয়ামী লীগ সরকার বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মানুষের পাশে ছিল। ঘরে ঘরে সহযোগিতা পৌঁছে দিয়েছে, সহায়তা এখনো চলমান আছে আরও দেয়া হবে। বুধবার সকাল ১০ টায় শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেড ডুংরিয়ার উপকারভোগীদের মাঝে আবর্তক তহবিল হতে ঋনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামাঞ্চলে মানুষদের ভালোবাসেন। হাওরাঞ্চলের মানুষের প্রতি উনার মায়া বেশি। আর এজন্যই হাওরাঞ্চলে আমরা বড়বড় প্রকল্প বাস্তবায়ন করছি। গ্রামাঞ্চলে টিউবওয়েল, স্যানিটারী ল্যাট্রিন দেয়া হয়েছে। যেখানে যা প্রয়োজন সব করা হচ্ছে। কাজেই শেখ হাসিনাকে মনে রাখতে হবে। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা সকল সমস্যা সমাধান করতে পারব। আমাদের বিদ্যুতের সমস্যাও দূর হয়ে যাবে।এজন্য একটু ধৈর্য ধরতে হবে। মন্ত্রী আরও বলেন, যারা বলে আওয়ামী লীগের বিদায়ের ঘন্টা বেঁজে গেছে তাদের ঘন্টাই জনগণ বাঁজিয়ে দিয়েছ। আওয়ামী লীগের বিদায়ের ঘন্টা কখনোই বাঁজবে না। আওয়ামী লীগের ভিত অনেক মজবুত। বিএনপি আসবে, যাবে। তারা কিভাবে ক্ষমতায় এসেছিল দেশের মানুষ জানে। কথায় আছে শকুনের দোয়ায় গরু মরে না৷ সুতরাং কোন ভয়ভীতি নেই আওয়ামী লীগ দেশের মানুষের সাথে ছিল, আছে এবং সবসময়ই থাকবে। চেক বিতরণ অনুষ্ঠানে বঙ্গবন্ধু মডেল গ্রাম ডুংরিয়া সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কর্মকর্তা মৃণাল কান্তি বিশ্বাস ও জেলা সমবায় কর্মকর্তা বশির আহমদ। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, ওসি খালেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তহুর আলী, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদন মোহন রায় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ