স্টাফ রিপোর্টার::
বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ), সুনামগঞ্জ এরআয়োজনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বুধবার দুপুর ২ টায় বিশ^ম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ে ‘সমৃদ্ধ বসতবাড়ি ও স্বাস্থ্যসেবা’ প্রকল্পে কর্মরত সুপারভাইজার ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মোঃ ছবাব মিয়া। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শক্তিখলা বাজার বনিত সমিতির সভাপতি ও ইউনিয়ন সমন্বয়কারী হাজী আব্দুল বাসিত। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী সমন্বয়ক ডাঃ একরাম হোসেন। সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনায় ও প্রধান প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ, সুনামগঞ্জ এর নির্বাহী পরিচালক ও চন্দ্রমল্লিকা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সম্পাদক এবং এডাব, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুল হক সরকার। বাদাঘাট দক্ষিণ ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে “সমৃদ্ধ বসতবাড়ি ও স্বাস্থ্যসেবা” প্রকল্পে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে সুনামগঞ্জ জেলায় কর্মরত জেলা পর্যায়ের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা ও বিশ^ম্ভরপুর উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত উপজেলা অফিসারবৃন্দের সমন্বয়ে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ সংস্থার প্রশিক্ষণবৃন্দের মাধ্যমে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বলেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান শেষে প্রশিক্ষণ লব্ধজ্ঞানকে কাজে লাগিয়ে ইউনিয়নে প্রতিটি বাড়ীকে মডেল বাড়ি হিসেবে গড়ে তোলার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা, উঠান বৈঠক করে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ সব সময় আরডিএসএ, সুনামগঞ্জ এর কাজকে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বলেন শুধুমাত্র দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিলেই হবে না, প্রশিক্ষণে প্রতিটি কর্মীকে বাড়ি বাড়ি গিয়ে ভাল করে বুঝিয়ে অভাসগত পরিবর্তন করানোটাই প্রধান চ্যালেঞ্জ। প্রশিক্ষণে প্রায় ৪৫ (পয়ঁতাল্লিশ) জন অংশগ্রহণকারী কে প্রশিক্ষণ প্রদান করা হয়।