স্টাফ রিপোর্টার::
দীর্ঘদিন ধরে দোয়ারাবাজার উপজেলার বগুলাবাজার-পশ্চিম বাংলাবাজার কাঁচা সড়কটির বেহাল দশা। সড়কের বাঘমারা নরখাই খালের ওপর নির্মিত সেতুটির গোড়া থেকে মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে যেকোনো মূহুর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ ওই সড়কটি পাকা না হওয়ায় বর্ষায় কাদা আর হেমন্তে ধূলাবালিতে ১৫ গ্রামের ব্যবসায়ী, চাকুরিজীবী, শিক্ষার্থী ও জটিল রোগীসহ সাধারণ পথচারীদের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। সংশ্নিষ্ট সূত্র জানায়, এডিপির অর্থায়নে ১৯৯৪-৯৫ অর্থবছরে উপজেলার বগুলাবাজার-পশ্চিম বাংলাবাজার সংযোগ সড়ক এলাকায় বাঘমারা নরখাই খালের ওপর প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে উপজেলা পরিষদ। কিন্তু সেতুর সংযোগ সড়কটি কাঁচাই থেকে যায়। সেই কাঁচা সংযোগ সড়কের মাটি ক্রমশ সরে গিয়ে সেতুটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও কর্তৃপক্ষ নির্বিকার। বগুলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান জানান, বাঘমারা এলাকায় বেহাল সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে আমরা বড়ই উদ্বিগ্ন। যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধার্থে সড়ক ও সেতু দ্রুত মেরামত করা প্রয়োজন।