কৃষদের ফসল রক্ষায় হাওর রক্ষা বাঁধ স্থায়ী সমাধন নয়
– পরিকল্পনা মন্ত্রী

স্টাফ রিপোর্টার::
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, কৃষদের ফসল রক্ষায় হাওর রক্ষা বাঁধ স্থায়ী সমাধন নয়, বাঁধ হচ্ছে সৃজনাল সমাধান। তবে হাওরের ধান রক্ষার দীর্ঘ স্থায়ী সমাধান হচ্ছে নদী খনন। মন্ত্রী বলেন, প্রতি বছর সরকার কোটি টাকা ব্যায় করে কৃষকের ফসল রক্ষা করার জন্য হাওর রক্ষা বাঁধ নির্মাণ করেছে। তবে সোনা, লোহা দিয়েও বাঁধ নির্মাণ করলে যদি পাহাড়ি ঢল আসে তাহলে সেই বাঁধ টিকবে না। তবে দূর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তত থাকতে হবে। আশা করি সবাই এক যুগে কাজ করলে কৃষকরা সোনালী ধান ঘরে তুলতে পারবে। বাজার নিয়ন্ত্রের বিষয়ে মন্ত্রী বলেন, এই মাসে সারাদেশে নিত্যপণ্যের দাম বাড়বে। তবে সরকার চেষ্টা করছে নিত্যপণ্যের দাম কমিয়ে আনার। রমজানকে সামনে রেখে ইতিমধ্যে সরকার বাজার নিয়ন্ত্রণে আনার জন্য অভিযান পরিচালনা করছে। তবে বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে কোন ব্যবসায়ীকে আঘাত করা কিংবা লাঞ্চিত করা যাবে না। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যায় করলে জেল দিবেন কিন্তু গায়ে হাত তুলে, আঘাত করে বিচার করতে পারবেন না। নির্বাচন ইস্যুতে মন্ত্রী বলেন, বাংলাদেশে জাতীয় নির্বাচন সুন্দর ভাবে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে পুলিশ, ম্যাজিস্ট্রেট সহ সবাই সুষ্ঠু ভাবে দায়িত্ব পালন করবে। গত বৃহস্পতিবার সুনামগঞ্জের দেখার হাওরের বাঁধ পরিদর্শন শেষে শান্তিগঞ্জ উপজেলার সম্মেলন ক্ষকে প্রান্তিক ২৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই সব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুয়ারুজ্জামান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুখ আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ