তাহিরপুরে ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্থান্তর

শওকত হাসান, তাহিরপুর::
তাহিরপুরে প্রধানমন্ত্রীর কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের অবশিষ্ট এবং ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্থান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে আনুষ্টানিকভাবে ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্থান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। তাহিরপুর উপজেলায় এ পর্যন্ত ২৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্থান্তর করা হয়েছে। এছাড়াও ৪র্থ পর্যায়ে বালিজুরী ইউনিয়নে আরো ৫০টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। এ সময় সভায় উপস্থিত সকলেই প্রধানমন্ত্রীর সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্থান্তর অনুষ্টান প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন স¤পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা অশিষ আচার্য্য, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.কামরুজ্জামান, আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান লাকসাব, নবাব মিয়া, মইনুল হক, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, শওকত হাসান, মনিরাজ শাহ, শঙ্কর চন্দ প্রমূখ।

নিউজটি শেয়ার করুনঃ