স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের হটামারা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের পাশে জেলা শ্রমিকলীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ সেলিম আহমেদ। গত ২ মার্চ বিকেলে ক্ষতিগ্রস্তদের বাড়ি-ঘর পরিদর্শনকালে ৪০ টি পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা ও উপহার সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট শামিমা আক্তার খানমসহ উপজেলা আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।