হাওরে বাঁধের কাজে অনিয়ম, দুই প্রকল্প সভাপতি আটক

শওকত হাসান, তাহিরপুর ঃ-
তাহিরপুর উপজেলার মহালিয়া হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগে দুই প্রকল্প সভাপতিকে আটক করা হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার মহালিয়া হাওরের ১৬ ও ১৯ নং প্রকল্পের বাঁধ নির্মাণ কাজে অনিয়ম ও গাফিলতি থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই পিআইসির সভাপতিকে আটক করার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান রনি। পরে থানা পুলিশ ১৬ ও ১৯ নং পিআইসির সভাপতি ফজলুল হক ও মোসাহিদকে আটক করে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের নির্মাণ কাজ শেষ করা কথা। কিন্তু ১৬ ও ১৯ নং প্রকল্পের কাজে অনিয়ম ও গাফিলতি দেখা গেছে। তারা এখনও বাঁধের কাজ শেষ করতে পারেনি। কাজে গাফিলতির কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ