দোয়ারাবাজার প্রতিনিধি :
দোয়ারাবাজারে মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে উপজেলা সদরের মানিক নগর আবাসিক এলাকায় স্থাপিত মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সলিলেন্দু কুমার তালুকদার এবং বিকেলে উপজেলার সমুজ আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ অসীম মোদকের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছাতক দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় তিনি বলেন ‘ছাতক-দোয়ারাবাজারের প্রতিটি ইউনিয়নে একাধিক উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। স্বাস্থ্য, শিক্ষা এবং যোগাযোগ উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, গত বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টের কাজ শুরু হয়েছ। অতি শীঘ্রই সুরমা নদীর দোয়ারাবাজার অংশে সেতু নির্মানের কাজ শুরু হবে। ‘এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল খালেক, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আমীরুল হক, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, বিনয় ভুষন পুরকায়স্থ, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট রফিক উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইকবাল হোসেন বুলু, গোপিকা রঞ্জুন চক্রবর্তী বাচ্চু, সেনা সদস্য হারুনুর রশীদ প্রমুখ।