স্টাফ রিপোর্টার::
২১ ফেব্রুয়ারী মহান আন্তর্জার্তিক মাতৃভাষা উপলক্ষে বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১(জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো. সেলিম আহমদের নেতৃত্ব হাজারো নেতাকর্মীদের নিয়ে র্যালী বের হবে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিণারে এসে সকল শহীদ স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক, সরকারি ,বেসরকারী সংগঠন একের পর এক শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সুনামগঞ্জ জেলা ও শহর ছিল উত্তাল। মিছিলে মিছিলে রাত ১২টা ১ মিনিট থেকে খন্ড খন্ড মিছিল এসে বিভিন্ন সংগঠন মাতৃভাষায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবদেন করেন। মঙ্গলবার সকালে জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ণ প্রত্যাশী মো: সেলিম আহমদের নেতৃত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি পুষ্পমাল্য শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে র্যালীটি শ্রমিক লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ বলেছেন,১৯৫২ সালে এই দেশের মানুষ বাংলা ভাষাকে মাতৃভাষা প্রতিষ্ঠা করার জন্য পাকিস্থানী হানাদার বাহিনীর শোষন নিপীড়িন আর বঞ্চনার বিরুদ্ধে পুরো বাংঙ্গালী জাতি একত্রিত হয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে দেশের স্বাধীনতা অর্জন ও মাতৃভাষা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও ভাষার দাবী প্রতিষ্ঠা করলেও তার সুযোগ্য কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক মুক্তি অর্জন,ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ ও রাষ্ট বিনির্মাণ করে বিশে^ বাংলাদেশ আজ একটি উন্নত ও সমৃদ্ধ সুখী দেশে পরিনত হয়েছে। তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় আমাদের অনেক ভাইয়েরা জীবন দিয়েছেন যাদের ত্যাগের মহিমায় আমরা আজ ২১ শে ফেব্রুয়ারী ভাষার স্বীকৃতি পেয়েছিলাম। আজ আমরা নিজের মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারছি। তিনি ভাষা আন্দোলন শাহাদাত বরণকারী সকল বীর শহীদদের আতœার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধের মাধ্যমে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। তিনি আরো বলেন আমাদের এই স্বাধীন দেশে এখনো পাকিস্থানী ভাবধারায় বিশ^াসী মির্জাফর রাজাকার আলবদর যারা স্বাধীনতায় বিশ^াস করেন না বলেই আমাদের দেশকে ধংস করতে আমাদের দেশরতœ প্রধানমন্ত্রী ও তার সরকারের বিরুদ্ধে একটার পর একটা ষড়যন্ত করে যাচ্ছে । কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বিশে^ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে । তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযুদ্ধেও চেতনায় বিশ^াস সকল সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মহসীন আহমদ, আবু হানিফ, যুগ্ম সম্পাদক গোলাম হাফিজ, রাসেল চৌধুরী, নাজমুল ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক দিদারুল বাশার অপু,জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক পল্লব ভট্রাচার্য্য , সহ- প্রচার সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক শাহিন মিয়া, শ্রমিক লীগ নেতা আবুল মিয়া, সাবেক ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন, সাবেক যুবলীগ সদস্য কে এম শহীদুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিঠুন চন্দ, পৌর শ্রমিক লীগের সভাপতি আবু সালেহ,সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, সহ সভাপতি মো: সাজেদ মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা সামছুল ইসলাম, তাজমুল ইসলাম রকি, ফাহিম আহমদ, তুষার আহমদ প্রমূখ।