শাল্লা প্রতিনিধি-
সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ডক্টর জয়া সেনগুপ্তাকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেট জেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি এস এম শামীম (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল আলীমের নেতৃত্বে সিলেট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে। উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুর অভিযোগ সুত্রে জানা যায়,গত ১১ ফেব্রুয়ারী সন্ধ্যা সন্ধ্যা সাড়ে ৬ টায় স্থানীয় সংসদ সদস্য ডক্টর জয়া সেনগুপ্তাকে উদ্দেশ্য করে এস এম শামীম তার নিজের ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন “কত বড় নিলজ্জ, সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ, তবুও ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। দিরাই-শাল্লা যেন তার বাপ দাদার স¤পত্তি। এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় নেতা কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করে। এসএম শামীমের পোস্টটি সংসদ সদস্যের নজরে আসলে তিনি স্থানীয় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুকে মামলা করার নির্দেশ দেন। এবিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম মুঠোফোনে জানান, অভিযোগের ভিত্তিতে ডিজিটাল নিরাপত্তা আইনে আজ সিলেট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।