তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে তাহিরপুর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান রনি। এ অভিযানে তাহিরপুর বাজারে এলপি গ্যাস সিলিন্ডার দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯এর ৩৮ ধারায় মুক্তা হার্ডওয়ার, ইসলাম এন্টারপ্রাইজ ও আরমান মেশিনারি এ তিন দোকানে পাঁচ হাজার করে ১৫হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন, এলপি গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য ক্রেতারা যাতে ন্যায্য মূল্যে পায় সে লক্ষে বাজার পরিদর্শন করা হয়েছে। এবং তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। বাজারের সকল ব্যবসায়ীদেরকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার পরামর্শ দেন, অন্যতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।