শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলার আটগাওঁ ইউনিয়নের শশারকান্দা গ্রামে প্রবাসী সাকিবুল হাসানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীর আয়োজনে শশারকান্দা গ্রামে সুরমা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, হামলার শিকার আহত প্রবাসী সাকিবুল ইসলাম, সমাজসেবক আব্দুল খালেক, এলাকাবাসী মোঃ রায়হান, সাত্তার মিয়াসহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন গত ২৬ জানুয়ারী বিকেলে প্রবাসী সাকিবুল ইসলাম ইউনিয়নের শ্যামরচর বাজার থেকে বাড়িতে আসার পথে রাস্তায় মোটর সাইকেল আটকিয়ে রাস্তা অবরোধ করে ৭/৮জন মিলে সাকিবুলের উপর দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে রক্তাক্ত কওে গুরুতর আহত করেন। এ সময় সন্ত্রাসীরা এই প্রবাসীর হাতে থাকা মোবাইল ফোন, গলার চেইনও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় শাল্লা থানায় ৪জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসীর বড় ভাই সাত্তার মিয়া। কিন্তু ঘটনার ১০দিন পেরিয়ে গেলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার কওে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ সুপারের প্রশাসনের নিকট দাবী জানান।