স্টাফ রিপোর্টার::
‘বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার সংগঠনের সুনামগঞ্জের কাজীর পয়েন্টস্থ কার্যালয়ে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন কাজী শামসুল হুদা সোয়েল। কাজী শামসুল হুদা সোয়েল কেন্দ্রীয় কমিটিরও যুগ্ম সাধারণ সম্পাদক এবং জগন্নাথপুর সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। সভাপতি পদে তার সঙ্গে প্রতিদ্বন্ধিতা করে মাত্র ৪ ভোট পেয়েছেন নিখিল পুরকায়স্থ। সম্মেলনে বিনা প্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. কামাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মো. জহুর আহমদ। কামাল হোসেন সদর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারি কর্মকর্তা ও মো. জহুর আহমদ দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সদস্যবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সততা ও নিষ্টার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।