ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগরে তিন ইয়াবা বিক্রেতাকে ৯৬ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রয়ের নগদ ৭ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়। গত শনিবার রাত ১১টার দিকে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আনোয়ার, আ. মালেকের ছেলে বাছির ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাউদপাড়া গ্রামের নজির হোসেন। মধ্যনগর থানার ওসি জাহিদুল হক বলেন, এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মধ্যনগরে ৩ ইয়াবা বিক্রেতা আটক
