বিশ্বম্ভরপুরে জলমহাল নিয়ে দু’পক্ষে উত্তেজনা

স্টাফ রিপোর্টার:
বিশ্বম্ভরপুরে জলমহাল নিয়ে দু’পক্ষে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে পুলিশ। গত শনিবার সকাল ৮টায় উপজেলার ফতেপুর ইউপির সোনাতলা কাইক্কার দাঁইড় গ্রুপ ফিশারী নামক জলমহালের মালিকানা বিরোধ কেন্দ্র করে দু’পক্ষে উত্তেজনাকর পরিস্থিতি তৈরী হয়। বিশ্বম্ভরপুর থানার পুলিশ দল ঘটনাস্থলে যেয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা চালিয়ে দু’পক্ষের সাংঘর্ষিক পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণে নেওয়া হয়। ঘটনাটি নিয়ন্ত্রণে নেওয়ার আগে হামলায় আহত হন ফুলভরী মৎস্যজীভী সমিতির সদস্য আজিম উদ্দিন(৫৫), লিলু মিয়া(৬০), আহত দু’জন বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসা গ্রহন করেছেন। জানা যায়, ফুলভরী মৎস্যজীবী সমবায় সমিতি “সোনাতলা কাইক্কার দাঁইড় গ্রুপ ফিশারী” (৪টি ডোবা/জলাশয়) জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে ইজারা গ্রহন করে প্রায় ২ বছর যাবত মাছ আহরন করে আসছে। সম্প্রতি চান্দারগাঁও গোপালপুর এলাকার বীরেন্দ্র বিশ্বাসের ছেলে আশীষ বর্মন, খোকা বিশ্বাসের ছেলে অর্জুন বিশ্বাস, মন্টু বিশ্বাসের ছেলে দিপ লাল সহ দু’টি গ্রামের প্রায় শতাধিক লোক চান্দারগাঁও গোপালপুর এলাকার সামনের একটি ডোবা রকম ভূমি একটি প্রতিষ্ঠানের মালিকানা ডোবা হিসেবে দাবি করে এরপর সোনাতলা কাইক্কার দাঁইড় গ্রুপ ফিশারী জলমহালের ইজারাগ্রহনকারী ফুলভরী মৎস্যজীভী সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, সদস্য ফারদুল মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে জলমহাল নিয়ে বিরোধ তৈরী হয়। বিরোধ নিয়ে ইজারা গ্রহনকারী সমিতি বিশ্বম্ভরপুর থানায় অভিযোগ দায়ের করে। কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হলেও অমিমাংশিত অবস্থায় বৈঠকের সিদ্বান্ত অনুযায়ী ইজারাগ্রহনকারী সমিতি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সীমানা নির্ধারনের জন্য উপজেলা সহকারী কমিশনার’র ভূমি কার্যালয়ে সার্ভেয়ারের আবেদন করে। এসিল্যান্ড বিষয়টি মিমাংশার জন্য সার্ভেয়ার পাঠাবার আগেই চান্দারগাঁও গোপালপুর এলাকার লোকজন ঘটনর দিন শনিবার ভোরে জলমহালে অবস্থান করলে ইজারাগ্রহনকারী সমিতির লোকজন জলমহালের পূর্ব প্রান্তে অবস্থান নেয় এক পর্যায়ে সাংর্ঘর্ষিক পরিস্থিতির সম্ভাবনা দেখা দিলে পুলিশকে অবগত করে সমিতির লোকজন। খবর পুলিশ উভয় পক্ষকে হওয়া পর্যন্ত জলমহাল এলাকায় অবস্থান না করার জন্য নিষেধ করে। এ বিষয়ে থানার এসআই জাকির হোসেন জানান, এএসআই মোঃ বাচ্চু মিয়া, ও নজরুল ইসলামসহ পুলিশ দল ঘটনা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছি। বিশ্বম্ভরপুর অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, ঘটনার খবর পেয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। পর্যবেক্ষ শেষে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুনঃ