তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে পিআইসি সদস্যদের নিয়ে বিশেষ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা গণমিলনায়তনে কাবিটা নীতিমালার আলোকে সুষ্টুভাবে হাওর রক্ষাবাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটি(পিআইসি)দের অংশগ্রহণে অনুষ্টিত কর্মশালায় পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা, পিআইসি’র সভাপতি সেক্রেটারীগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. আমিনুল হক ভূঁইয়া, সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী এএস শহিদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী। সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন স¤পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, বালিজুরী ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, দক্ষিণ বড়দল ইউপি চেয়ারম্যান হাজী ইউনূছ আলী, পিআইসি’দের পক্ষে মিলন তালুকদার, সাখাওয়াত হোসেন শিপন, জুয়েল মিয়া, সাঞ্জব উস্তার প্রমূখ। পরে উপজেলার সব চেয়ে বড় ক্লোজার বাঁধ দক্ষিণ বড়দল ইউনিয়নস্থ মাটিয়ান হাওরের পাঁচনাইল্লা বাঁধ পরিদর্শন করেন তারা।