বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার::
জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম.এনামুল কবির ইমন, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, আ’লীগ নেতা দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ছাতকের সাবেক মেয়র আলহাজ্ব আব্দুুল ওয়াহিদ মজনু, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ফাউন্ডেশনে দোয়ারাবাজার উপজেলা সভাপতি শফিকুল ইসলাম বাবুল, সহ-সভাপতি মাশুক আহমদ,জামালগঞ্জ উপজেলা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক অসীম তালুকদার প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ রাফুল্লাহ ফজলুল করিম। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ। সবশেষে অসুস্থ আ’লীগ নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুনঃ