স্টাফ রিপোর্টার ঃ
সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকা সংলগ্ন সুরমা নদীতে চলছে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহোৎসব। ঝুঁিকতে বিবির মোকামসহ স্থানীয় বাসিন্দারা। জানাযায়, বড়পাড়া এলাকায় বিবির মোকামের পাশে সুরমা নদীতে প্রতিদিন রাত ২ টা থেকে ভোর ৬ পর্যন্ত প্রায় ২০ টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বালু খেকো সিন্ডিকেট। এসব বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় ডাম্পিং করে আবার কখনো নৌকা বুঝাই করে নিয়ে দুর্লভপুরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। এভাবে প্রতিদিনি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এ বালু খেকোরা। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিরাতে যখন ড্রেজার মেশিন চালায় তখন বাড়ি-ঘরে কম্পন শুরু হয়। ঘুমানো যায় না। এমনিতেই অনেক বাড়ি-ঘর নদীর ভাঙ্গনের কবলে পড়েছে। নদীর তীরে এভাবে বালু উত্তোলন করলে বিবির মোকামসহ বাড়ি-ঘরের ব্যপক ক্ষতি হবে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবী জানাই। ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীরা হলেন গনিপুর গ্রামের রাজিব, তেঘরিয়ার জোসেফ, সুবেল, সাকিল, রাঁজারগাওয়ের মোসাদ্দেক, মিনারুল, অলির বাজারের আছকিরসহ একটি সংঘবদ্ধ চক্র। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ বিষয়টি আমাদের জানা আছে। অভিযান চালিয়ে ৩ টি ড্রেজার উদ্ধার করে মামলা দিয়েছি। যদি আবারো শুরু করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ নুর আলী জানান, কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলন করে তাহলে তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।