স্টাফ রিপোর্টার::
সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বড়ঘাট ও লালপুরের মধ্যবর্তী করচার হাওরে একশত বিঘা অনাবাদি পতিত জমিতে রবিশস্যেতে গম,ভূটা,সরিষা,মিষ্টি আলুর চাষাবাদ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ও স্থানীয় কয়েকজন কৃষি উদ্যোক্তা মো. নুরুল হক,মো. আব্দুল কদ্দুছ,নজরুল ইসলাম,আবুল বরকত ও খালেদ মিয়ার নেতৃত্বে এই বরিশস্যর আবাদ করা হয়। গত শুক্রবার দুপুরে এই বিশাল রবিশস্যর মাঠ পরিদশর্নে আসেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব),বিজন কুমার সিংহ,কৃষি বিভাগের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম,উপজেলা কৃষি অফিসার মো. নয়ন মিয়া,উপ-সহাকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নুরুল আমীন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সুহেল মাহমুদ,আলী-রাজা,সৈয়দ ইমরান হোসেন,জাহিদুল ইসলাম,সারোয়ার জাহান,সনি তালুকদার ও গৌরারং ইউনিয়ন পরিষদের ১নং সংরক্ষিত আসনের মহিলা সদস্যা জাহামানা বেগম প্রমুখ। উল্লেখ্য গত ২০২২ সালের নভেম্বরের শেষদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় এই কৃষি উদ্যোক্তারা এই বিশাল পতিত জমিতে রবিশস্য আবাদের প্রচেষ্টার অংশ হিসেবে এই আবাদ করেন। এই রবিশস্যর মাঠ দেখতে প্রতিদিন বিভিন্নস্থান থেকে লোকজন আসেন। এই রবিশস্যর আবাদ দেখে আগামীতে আরো স্থানীয় লোকজন আগ্রহ প্রকাশ করলে হাওরের কোথাও কোন অনাবাদি কিংবা পতিত জমি পতিত থ্কাবে না বরং সকল পতিত জমি একদিন আবাদ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।