স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবু নঈম শেখ বলেছেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জ্ঞান ভিত্তিক সমাজ গড়তে হবে। তাই শিক্ষার্থীদের মধ্যে মানবিক মুল্যবোধ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের সাথে নীতিবাচক আচরণ করবেন না। বুধবার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জস্থ্য ইংরেজী মাধ্যমের স্কুল এন্ড কলেজ ব্রিজ একাডমি’র কার্নিভাল ও ভর্তি মেলা উপলক্ষে আয়োজীত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রফেসর ড. মো. আবু নঈম শেখ আরো বলেন, জাতি গঠনে প্রধান কাজ হলো শিক্ষা। ব্রিজ একাডেমি কতৃপক্ষ যে কত বড় পদক্ষেপ নিয়েছেন তা ২০ বছর পরে হলেও অনুধাবন করা হবে। ব্রিজ একাডেমির প্রতিষ্টাতা ও চেয়ারম্যান শিক্ষাবিদ আইয়ুব করম আলীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেজর আমিন আহমেদ আফসারী (অব:), ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, ব্রিজ একাডেমির পরিচালক হুসনা আরা আলী, রফিকুল ইসলাম কিরন, প্রিন্সিপাল মোস্তাক আহমদ। বক্তব্য রাখেন, রাজনীতিবিদ আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী গয়াছ আহমদ। সম্প্রতি উপজেলার জালালপুর গ্রামের প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনায় ডাকাতদের আটক করতে সাহসিক ভূমিকা পালন করায় অনুষ্টানে ‘ব্রিজ একাডেমি’র শিক্ষার্থী এম ডি মাজহারুল আলমকে এওয়ার্ড প্রদান করা হয়। এ সময় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ভাইস প্রিন্সিপাল মহি উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. কামাল উদ্দিন আহমদ, একাডেমির শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে এক মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে কার্নিভাল ও ভর্তি মেলা সমাপ্ত করা হয়