এডভোকেট জিয়াউর রহিম শাহিন পিএইচডি ডিগ্রি অর্জন করায় জগন্নাথপুরে শোকরানা মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ
অ্যামেরিকান ইন্ডিপেনডেন্ট ইউনিভারসিটি , ক্যালিফোর্নিয়া থেকে বিশ্বনবী মুহাম্মদ সা. এর জীবনের অলৌকিক ঘটনাবলীর উপর গবেষনা করে হবিবপুরের কৃতিসন্তান বিশিষ্ট আইনজীবি,শিক্ষাবিদ,সাপ্তাহিক সুরমা এক্সপ্রেস পত্রিকার সম্পাদক জিয়াউর রহিম শাহিন পিএইচডি ডিগ্রি অর্জন করায় তাঁর বাড়িতে শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মাহফিলে বক্তারা বলেন, প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নানাবিধ সম্পদে ভরপুর থাকলেও শিক্ষাদীক্ষায় অনেকটা পিছিয়ে। উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার দিকে উদ্বুদ্ধ করতে ইসলামী চিন্তা চেতনায় সমৃদ্ধ ,অনলবর্ষি বক্তা এডভোকেট শাহিনের গুরুত্বপূর্ণ গবেষণার ফসলই হলো তার পিএইচডি ডিগ্রি অর্জন। তারা বলেন, ঐতিহ্যবাহী হবিবপুর গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব আবদুর রহিম মাষ্টারের অন্যতম পুত্র শাহিন বহুগুণে গুণান্বিত। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা । রাজনীতি , আইনপেশা, সাংবাদিকতা, শিক্ষা-স্থানীয় উন্নয়ন ও লেখালেখিসহ প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি মেধা ও সততার স্বাক্ষর রাখছেন । গত শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩ টায় বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব বজলুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব নজরুল ইসলাম হীরা , বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল হাকিম, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট আলহাজ্ব লুৎফুর রহমান , উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু হোরায়রা ছাদ মাষ্টার , সুনামগনজ জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল ,বিশিষ্ট কবি সাহিত্যিক গোলাম রব্বানি চৌধুরী ,ইকড়ছই সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুর রহমান ,হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি গিয়াস উদ্দিন , বিশিষ্ট রাজনীতিবিদ রোটারিয়ান এম এ মুকিত । বক্তব্য রাখেন হলিয়ারপাড়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও নুরুল হক , জগন্নাথপুর কেজি স্কুলের অধ্যক্ষ বিনয় কুমার সরকার ,ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফজল হোসেন , বিশিষ্ট সাংবাদিক আব্দুল হাই ,বিএনপি নেতা সৈয়দ মোসাব্বির আহমদ , কাউন্সিলর কামাল হোসেন প্রমুখ ।

নিউজটি শেয়ার করুনঃ