ধর্মপাশায় মাদক বিক্রির দায়ে দুই শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার-৪

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় মাদক কেনাবেচার অভিযোগে উপজেলা শ্রমিক লীগের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের সিংপুর গ্রামের একটি মৎস্য খামারের ঘর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ স¤পাদক ও নতুনপাড়ার জইন উদ্দিনের ছেলে হুসাইন মুহাম্মদ তানভীর, সাংগঠনিক স¤পাদক ও নতুনপাড়ার মৃত আলী আহমেদের ছেলে মোস্তাক আহমেদ, উপজেলা পরিষদের ক¤িপউটার অপারেটর রুনু চন্দ্র নিয়োগী এবং ধর্মপাশা গ্রামের মৃত বিধু ভূষনের ছেলে বিশ্বজিৎ চন্দ্র দাস। ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেলবরষ ইউনিয়নের সিংপুর গ্রামের একটি মৎস্য খামারের ঘরে অভিযান চালানো হয়। এসময় হুসাইন মুহাম্মদ তানভীর, মোস্তাক আহমেদ, রুনু চন্দ্র নিয়োগী ও বিশ্বজিৎ চন্দ্র দাসকে মাদক কেনাবেচা করার অপরাধে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান প্রেতিদিনের সংবাদকে বলেন, মাদক কেনাবেচার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা দেওয়া হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুনঃ