তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে বর্ধিত গুরমার হাওরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাধঁ পূননির্মাণ ও মেরামত করে চার হাজার একর জমির ফসল রক্ষার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করেন তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বর্ধিত গুরমার হাওর পাড়ের সাধারণ কৃষকগণ। মানববন্ধনে কৃষকগণ বলেন, এ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের অন্তরর্ভূক্ত বর্ধিত গুরমার হাওরে এ ইউনিয়নের ১২টি গ্রামের এক হাজার পাঁচশত কৃষক পরিবার এবং পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ০৮ টি গ্রামের প্রায় এগারোশত পরিবার এই হাওরে চার হাজার একর জমিতে বোরো ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। বিগত ২০১৮ সাল থেকে চার বছর যাবৎ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বর্ধিত গুরমার হাওরে বেড়ি বাঁধ পূননির্মাণ ও মেরামত করে আসলেও ২০২২-২০২৩ চলতি অর্থ বছরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এ হাওরে ফসল রক্ষা বেড়ি বাঁধ হবে না বলে জানতে পেরেছেন। তারা আরোও বলেন, আগাম বন্যার কবল থেকে ফসল রক্ষা নিয়ে আংশকায় আছেন তারা। তাই চলতি বছরে বিগত চার বছরের ন্যায় ওয়াচ টাওয়ার হইতে নোয়াল, গলগললিয়া, উপান, কলমার হাওরে বেড়ি বাঁধ পূননির্মাণ ও মেরামত করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। মানববন্ধনে হাওর পাড়ের কৃষক মুস্তাফিজুর রহমান খোকনের সভাপতিত্বে বক্তব্য দেন, আবুল কালাম, তোফাজ্জল হোসেন, আবুল হোসেন, রহমাত আলী, মহিবুর রহমান রুবেল, আয়নাল হক, আইরিন আক্তার, বকুল মিয়া, নান্টু তালুকদার সহ সাধারণ কৃষকগণ।
তাহিরপুরে ফসল রক্ষার বাধঁ নির্মাণের দাবীতে মানববন্ধন
