জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে যুবদলের নেতা কাজি ছাদিকুর রহমানের বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ যুবদল নেতা কাজি ছাদিকুর রহমান বলেন, প্রতিদিনের ন্যায় পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে ছিলেন। ভোর ৫টার দিকে ঘুম থেকে জেগে দেখে আমাদের চৌচালা টিনের বসত ঘরে আগুন জলছে। সাথে সাথে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করেও অগ্নিকান্ড থেকে ঘরটি রক্ষা করতে পারেনি।
তিনি আরও বলেন, আমার ভাই কাজি হাফিজুর রহমান দেশ থাকা অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারি ছিলেন। তিনি যুক্তরাজ্যে চলে যাওয়ার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতারা আমার ভাইকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রায়ই হুমকি দিয়ে আসছেন। তারা আমার ভাইকে হত্যা করতে চায়। এ কারণেই আজ পরিবারের সদস্যদের পুড়ি মারা জন্য বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, তিলক গ্রামের মৃত হাবিব কাজির ছেলেরা জামাত-বিএনপির রাজনীতির সাথে দীর্ঘ দিন ধরে জড়িত রয়েছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তাঁদের উপর বিভিন্ন সময়ে হামলা ও পুলিশি হয়রানি শিকার হতে হয়েছে।
সেই ভয়ে হাবিব কাজির বড় ছেলে জগন্নাথপুর উপজেলা জামাতের সাবেক সেক্রেটারি কাজি হাফিজুর রহমান দেশে আসছেন না। হাফিজুর প্রায় এক যুগ ধরে যুক্তরাজ্যে রয়েছেন। অন্যদিকে, হাফিজুরের ভাই ছাদিকুর যুবদলের সঙ্গে জড়িত এবং তাঁদের ছোট ভাই কাজি অলিউর রহমানও ছাত্রদলের সঙ্গে থেকে সক্রিয়ভাবে রাজনীতি করে যাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে রাজনীতিক বেশ কয়েকটি মামলাও রয়েছে। এছাড়াও জামাত নেতা কাজি হাফিজুর রহমান দেশে ফিরে আসলে হত্যা বা গুম হওয়ার ধারণা করছেন স্থানীয়রা।