জগন্নাথপুরে ছাত্রদল নেতার রাইছ মিলে দুর্বৃত্তের আগুন: ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ছাত্রদল নেতা এম ডি জাকারিয়ার মালিকাধীন “জাকারিয়া রাইছ মিল” এ দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষাধিক টাকা।

শনিবার (২৩ মে) গভীর রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় মিলের মালিক জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

ছাত্রদল নেতা এম ডি জাকারিয়া জানান, আমার মালিকাধীন জাকারিয়া রাইছ মিলে গভীর রাতে স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগটনের কয়েকজন নেতাকর্মীরা আগুন ধরিয়ে মিলটি পুড়ে ছাই করে দিয়েছে। তারা আমাকে পুড়িয়ে মারা জন্য আমার মিলে আগুন দিয়েছে। এতে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জাকারিয়া আরও বলেন, আমি এ ঘটনায় থানায় জিডি করেছি। প্রতিপক্ষের লোকরা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় পুলিশ তাদেরকে ধরছেনা এবং আমাকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। অন্যতায় আমাকে ও আমার পরিবারে লোকজনকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলছেন। তাদের হুমকিতে এখন আমি বাড়ি ছেড়ে পালিয়ে আত্মগোপনে রয়েছি।

নিউজটি শেয়ার করুনঃ