স্টাফ রিপোর্টার:-
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের উদ্যোগে রেডক্রিসেন্ট কর্তৃক ২০২২ইং সালের বন্যায় অধিক ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে সবজিবীজ ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। শান্তিগঞ্জ উপজেলার ৫৪২টি অধিক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সবজিবীজ ও নগদ টাকা বিতরন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সুনামগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিট সেক্রেটারী অ্যাডভোকেট মোঃ মতিউর রহমান পীর। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান সুজন,আব্দুল মন্নান,শান্তিগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়াম্যান প্রভাষক নুর হোসেন, সুনামগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, কার্যনিবার্হী সদস্য মোহাম্মদ এমদাদুল হক শাহজাহান, রাহুল দে পাপলু,এনডিআরটি সদস্য আশিষ কুমার কুরি, মো: আল-আমিন,সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান সেরু,মো:আব্দুস ছালাম, যুব প্রধান ফারজানা আক্তার ঝর্ণা, উপ-যুবপ্রধান-১সালেহ আহমদ রিয়াদ,উপ-যুব প্রধান-২ প্রিয়াস শ্যাম প্রিতম,যুব সদস্য মাছুম আহমেদ,শাহজাহান আলম সিদ্দিকী,সুমন আহমেদ, মিঠুন, রাসেল, নাহিদ, সিজান, সুমি, বন্যা, প্রিয়া, শাহনাজ, সায়েম, মানিক, রেহেনা, নয়ন, মহিম, ফারুক, সিহাব ও সুনামগঞ্জ পোষ্ট অফিস প্রতিনিধি। উল্লেখ্য.-ক্ষতিগ্রস্থ শান্তিগঞ্জ উপজেলার ৫৪২টি পরিবারের মধ্যে বরাদ্ধকৃত পরিবার প্রতি=৪,৫০০/-টাকা হারে সর্বমোট=২৪,৩৯,০০০/-(চব্বিশ লক্ষ ঊনচল্লিশ হাজার) টাকা স্থানীয় পোষ্ট অফিসের মাধ্যমে এবং পরিবার প্রতি ১প্যাকেট সবজিবীজ (ঢেঁড়শ-১০গ্রাম, করলা-১০পিস, লাউ-১০পিস, শসা-২০পিস, মিষ্টি কুমড়া-১০পিস, বরবটি-২৫গ্রাম, লালশাক-২৫গ্রাম,পুঁইশাক-২৫গ্রাম পুঁইশাক(লাল ডাঁটা)-২৫গ্রাম,)বিতরন করা হয়েছে।