ধর্মপাশায় গণশুনানী অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে বিভিন্ন হাওরে ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত, সংস্কার বা পুনঃসংসস্কার, স্কীম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ পরিষদ সভাকক্ষে পৃথকভাবে এ গণগুনানী অনুষ্ঠিত হয়। উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির উদ্যোগে আয়োজিত গণশুনানীতে সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, সুনামগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ প্রমুখ। এতে দুটি ইউনিয়নের কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ