স্টাফ রিপোর্টার ঃ
জেলা পরিষদ নির্বাচন আজ। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোটারের দৃষ্টি এখন চেয়ারম্যান পদে নিয়ে কে হচ্ছেন বিজয়ী ? এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে গুঞ্জন। স্থানীয় ভোটাররা বলছেন, মুকুটই পড়বেন বিজয়ের মালা। খোঁজ নিয়ে জানাযায়, বিগত দিনে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন নুরুল হুদা মুকুট। এ সুবাদে আগে থেকেই তিনি পৌরসভা, উপজেলা পরিষদের জনপ্রতিনিধি ও ইউপি চেয়ারম্যান – মেম্বারদের সাথে গড়ে তুলেছিলেন ভালবাসার বন্ধন। এবং দীর্ঘদিন ধরে জেলার ১২ টি উপজেলায় মসজিদ,মন্দির, বিদ্যালয়, মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ করেছেন। মুকুটের সময়েই মানুষ জেনেছে জেলা পরিষদ থেকে নাগরিক সেবা পাওয়া যায়। এর আগে মানুষ জানতইনা এখান থেকে নাগরিক সেবা মিলে। সেই দিক বিবেচনা করে ভোটাররা মুকুটের মোটর সাইকেল প্রতিকের দিকে ঝুঁকছেন। এছাড়া মাঠে প্রচার আছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুমেন কি ভোটের মাঠে না হাইকোর্টে ? তিনি মুকুটকে ঠেকাতে কয়েক দফা ব্যর্থ চেষ্ঠা করেছেন। জেলা আওয়ামীলীগের কমিটি থেকে অগণতান্ত্রিক উপায়ে বহিস্কার, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপলকে কেন্দ্রিয় যুবলীগের শোকজ, হাইকোর্টে প্রার্থীতা বাতিলের মামলা করেছেন রুমেন। এসব কাহিনী ভোটারদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে করে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল হুদা মুকুটের জনপ্রিয়তা আরো বহুগুন বেড়েছে ভোটারদের কাছে। বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান-মেম্বারদের সাথে কথা বলে জানাগেছে, মুকুট সুনামগঞ্জের মানুষের বিপদের ভরসাস্থল। তাকে ষড়যন্ত্র করে দমানো যাবেনা। দিনশেষে মুকুটকেই জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী দেখতে চায় ভোটাররা।

নিউজটি শেয়ার করুনঃ