সাবেক এমপি শামীমা সোবহানবাগ এলাকা থেকে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার::
কৃষকলীগ নেত্রী ও সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানমকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (১০ মে) রাজধানীর সোবাহানবাগ নিজ বাসায় অসুস্থ ছিলেন। পরে প্রচন্ড বুকে ব্যাথা অনুভুত হলে হাসপাতালে নেওয়ার পথে ডিবি পুলিশ সোবাহানবাগ এলাকা থেকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যা চেষ্টাসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর শামীমার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রীয়াধীন রয়েছে। আটক হওয়ার বিষয়টি একটি মহল ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে।
সাবেক এমপি শামীমা সোবহানবাগ এলাকা থেকে গ্রেপ্তার
