সুনামগঞ্জে মাহমুদুর রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


স্টাফ রিপোর্টারঃ
মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রফেতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও আমার দেশ সম্পাদকসহ সাংবাদিকদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সুনামগঞ্জে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ প্রেসক্লাব চত্বরে আমার দেশ পাঠকমেলা আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন খাঁটি দেশ প্রেমিক মানুষ। অন্যায়ের কাছে কোনদিন আপোষ করেননি। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ১৪০ টি মামলার আসামি ছিলেন। তিনি জেল খেটেছেন, নির্বাসনে ছিলেন। কুষ্টিয়ার আদালতে রক্তাক্ত হয়েছিলেন। আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছিল। এক যুগ পর পুনরায় প্রকাশ হলে একের পর এক দুর্নীতির চিত্র তুলে ধরা হচ্ছে। মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালের এক লাখ কোটি টাকা পাচারের সংবাদ প্রচার করা হয়। সেই সংবাদই গাত্রদাহের কারন হয়ে দাঁড়ায় মোস্তফা কামালের। নতুন বাংলাদেশে মোস্তফা কামালের মত লোকদের আস্কারা দেয়া চলেবেনা। তার বিরুদ্ধে এ সরকারকে ব্যবস্থা নিতে হবে। আমার দেশ পাঠক মেলা আয়োজিত কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন, আমার দেশ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জসীমউদ্দিন। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ শেরগুল আহমেদ। আমার দেশ পাঠক মেলার সভাপতি মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট শামস উদ্দিন, প্রেসক্লাবের সহ সভাপতি রওনক বখত, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ, জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাসার, শিক্ষাবিদ ফজলুল করিম সাঈদ, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ,দৈনিক জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি শাহাবুদ্দিন, পাঠক মেলার উপদেষ্টা নুরুল হাসান আতাহার, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মী এ, কে কুদরত পাশা, ওয়ারিওর অফ জুলাই সংগঠনের আহবায়ক ফয়সল আহমেদ, দৈনিক আজকাল পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল হক, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ কে মিলন আহমেদ, দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুর, রাইজিং বিডি প্রতিনিধি মনোয়ার চৌধুরী, দৈনিক সুনামগঞ্জ খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ইয়াকুব শাহরিয়ার, আমার দেশ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি বাবরুল হাসান বাবলু, ছাতক উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, জামালগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, শাল্লা প্রতিনিধি পাবেল আহমেদ,দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি শরীফ উদ্দিন মানিক, সাংবাদিক লিটন, পাঠক মেলার সদস্য জুবায়ের আহমেদ, আমিনুর রহমান পরান, নাঈম আহমেদ, আব্দুল হালিম, সফিউল ইসলাম, শামিম আহমেদ, গনতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ইলিয়াস আহমেদ, নাঈম আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ