স্টাফ রিপোর্টার:
তাহিরপুর উপজেলাধীন যাদুকাটা নদীর পাশ্ববর্তী রাজারগাওয়ে উত্তরে স্টক করা বালু লুট করেছে আওয়ামীলীগ ও বিএনপি’র একটি সংঘবদ্ধ চক্র। জানাযায, সোমবার সকালে ব্যাবসায়ী বুরহান উদ্দিনের স্টককৃত ২৫ হাজার ফুট বালু নিয়ে যায় একই এলাকার আওয়ামীলীগনেতা রিপন, দুলাল, গোলাম রব্বানী, রয়েল, মাসুম, ডা: মোতালেব, বিএনপিনেতা চান মিয়া মাস্টার, সোবহান, ছাত্রদলনেতা আরিফুল ইসলাম রুবেলসহ একটি প্রভাবশালী মহল। ব্যাবসায়ী বুরহান উদ্দিন জানান, যাদুকাটা নদীর তীর হতে উত্তোলনকৃত বালু স্টক করেছিলাম। কিন্ত সোমবার সকালে একটি প্রভাবশালী মহল আমার লোকজনদের মারপিট করে বালু নিয়ে যায়। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ দিলোয়ার হোসেন জানান, বিয়য়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
যাদুকাটা নদীর তীর হতে বালু লুট
