স্টাফ রিপোর্টার ঃ
তাহিরপুর উপজেলার ঝুকিপুর্ন বাঁধের দায়িত্ব নিলেন যুবদলের সাবেক আহবায়ক জুয়েল মিয়া ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান আখঞ্জি। জানাযায়, তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের ৬৩ টি নং পিআইসি’র কাজ ১৫ লক্ষ টাকায় সম্পন্ন করা সম্ভব নয় বলে পিআইসি কমিটি সারেন্ডার করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার জুয়েলকে সভাপতি ও জিয়াউর রহমানকে সাধারন সম্পাদক করে পিআইসি গঠন করে দেন। পিআইসি কমিটি’র সাধারন সম্পাদক বলেন জিয়াউর রহমান আখঞ্জি বলেন, মাটিয়ান হাওরের গুরুত্বপুর্ন বাঁধ ৬৩ নং পিআইসি। আমরা যে পরিমান মাটি বাঁধে ফেলেছি অতিতে আর কোন পিআইসি এত মাটি দেয়নি। প্রকল্পটি’র বরাদ্ধ কম হয়েছে। আমরা আন্তরিকভাবে কাজ করছি। আশা করছি আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যই টেকসই বাঁধের কাজ সম্পন্ন করতে পারবো।
মাটিয়ান হাওরের ঝুকিপুর্ন বাঁধের দায়িত্ব নিলেন যুবদলনেতা জুয়েল মিয়া ও জিয়াউর রহমান
