এইচএমপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তফাজ্জুল হকের পিতৃবিয়োগ, বিভিন্ন মহলের শোক


স্টাফ রিপোর্টার ঃ
এইচএমপি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জুল হকের পিতা রামনগর গ্রামের বিশিষ্ঠ মুরুব্বী, নোয়াগাঁও অষ্টগ্রাম ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অবঃ শিক্ষক হারুন অর রশীদ আর নেই, ইন্নালিল্লাহির——- রাজিউন। গতকাল শনিবার সকালে অসুস্থজনিত কারনে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। পরে বাদ মাগরিব রামনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষ দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। শিক্ষক তফাজ্জুল হকের পিতৃবিয়োগে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খাঁন, সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, নায়েবে আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শামস উদ্দীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, জামায়াতের নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মাহবুবুর রহমান পীর. সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, জামালগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান, আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ ভুইয়া, জয়নগর হাজী গনিবক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলু মিয়া, রামনগর গ্রামের আশরাফুল আলম, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম আহমদ তালুকদার, দৈনিক আমারদেশ প্রতিনিধি জসিম উদ্দিন, বিশিষ্ঠ সমাজসেবক সাইফুল ইসলাম, রামনগর গ্রামের রফিক মিয়া, সাচনা বাজার ইউপি সদস্য তারা মিয়া, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, কওছর আহমেদ, যুবদলনেতা শহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ