জাহাঙ্গীরনগর ইউনিয়নকে উন্নত ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই-পীর মিসবাহ এমপি


স্টাফ রিপোর্টার::
২ কোটি ৭৯ লক্ষ টাকা ব্যয়ে নারায়ণতলা মিশন স্কুল রাস্তায় ৩০ মিটার পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের শুভ ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। পরে এ উপলক্ষে আয়োজিত আলো!চনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তিনি। পীর মিসবাহ বলেন আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করছি। যোগাযোগ ব্যবস্থা সহ শিক্ষা অবকাঠামোতে ব্যাপক পরিবর্তন আনতে পেরেছি আপনাদের সহযোগিতায়।আমি যখন সংসদ সদস্য হই তখন অনেক রাস্তাই মাটির ছিল তা নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে। আমি উদ্যোগ নিয়ে সেই সকল রাস্তার অনেক গুলো পাকা করণ করেছি। হালুয়ারঘাট মঙ্গলকাটা রাস্তার বেহাল দশা পরিবর্তনই করিনি শুধু রাস্তাটি প্রশস্ত করেছি। জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে অনেক গুলো ব্রীজ নির্মাণ করে দিয়েছি। আরো বেশ কিছু ব্রীজ প্রস্তাবাধীন আছে, শীঘ্রই সেগুলো অনুমোদন ও বাস্তবায়ন করা হবে। আজকে যে ব্রীজটি আমি ভিত্তি প্রস্থর করেছি এই রাস্তাটিও প্রকল্পে অন্তর্ভূক্ত করেছি।এই রাস্তার নুরুজপুর অংশে ইতোমধ্যেই আমার বরাদ্দ দিয়ে পাকা করণ করেছি। জাহাঙ্গীরনগর ইউনিয়নকে যোগাযোগে একটি মডেল ইউনিয়নের স্বপ্ন নিয়েই আমি এলজিইডিতে এই ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ বেশিরভাগ রাস্তা পাকা করণের জন্যই এলজিইডির বিভিন্ন প্রকল্পে অন্তর্ভূক্ত করেছি। পর্যায়ক্রমে সেই সকল কাজ আমরা শুরু করব। আমার সময়েই জাহাঙ্গীরনগর ইউনিয়ন শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। জাহাঙ্গীরনগরের স্কুল মাদ্রাসায় আধুনিক ভবন করে দিয়েছি। আরো ভবন দেব তবে আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ ও চেষ্টা অব্যাহত রাখবেন। সন্তানেরা শিক্ষিত হলেই প্রকৃতপক্ষে আপনার ঘর আলোকিত হবে দেশ এগিয়ে যাবে।ধারারগাঁও – হালুয়ারঘাট সেতু নিয়ে অপরাজনীতি হচ্ছে, এটি কাম্য নয়। এটি যারা করছেন তারা প্রকৃতপক্ষে এই এলাকার উন্নয়ন চান না। পীর মিসবাহ বলেন আমিই সেতু নির্মাণের দাবীটি মহান সংসদে উত্থাপন করেছি। শুধু উত্থাপনই করিনি এটি নির্মাণের জন্য আমার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এটির সমীক্ষা শেষ হয়ে সেতুটি এলজিইডির প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রক্রিয়া একটি সময় সাপেক্ষ বিষয়। আমি আশাবাদী অচিরেই সুরমা নদীর উপরে ধারারগাঁও হালুয়ারঘাট সেতুটি আলোর মুখ দেখবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদেরকে সাথে নিয়েই আগামীদিনে জাহাঙ্গীরনগর ইউনিয়নকে একটি উন্নত ইউনিয়নে গড়ে তুলব ইনশাআল্লাহ। গত শুক্রবার বিকালে জাহাঙ্গীর নগর ইউনিয়নের ভৈরবহাটি বিজিবি ক্যা¤েপর পয়েন্টে আয়োজিত আলোচনা সভায় প্রবীণ মুরব্বি আব্দুল বারিক মাস্টারের সভাপতিত্বে ও জাতীয় ছাত্র সমাজ নেতা রুবেল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রসিদ আহাম্মদ নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার রিংকু জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ স¤পাদক সজ্জাদুর রহমান সাজু সুরমা ইউপি জাপার আহবায়ক সিরাজুল ইসলাম আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া জাপা নেতা শুকুর আলী প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারন স¤পাদক সাজিদুর রহমান সাজিদ জাহাঙ্গীরনগর ইউপি জাপার যুগ্ম আহবায়ক এরশাদ মিয়া জাহাঙ্গীরনগর ইউপি সদস্য আব্দুল মালেক সংরক্ষিত মহিলা সদস্য জাপা নেত্রী শাহিনা বেগম সংরক্ষিত ইউপি সদস্য পিয়ারা বেগম জাপা নেতা মইনুদ্দীন এমরান আহমদ জব্বার মিয়া সাবেক ছাত্র নেতা শাহীন মিন্টু জিয়ানুর হক প্রমূখ।

নিউজটি শেয়ার করুনঃ