জামালগঞ্জে এক ব্যাবসায়ীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগে মামলা দায়ের


স্টাফ রিপোর্টার ঃ
জামালগঞ্জের ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামের খান মোঃ মোজাম্মেল হকের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেছে একই এলাকার ফেনারবাঁক গ্রামের মৃত আব্দুল হক চৌধুরীর ছেলে ফজলুল কাদির চৌধুরীসহ একটি প্রভাবশালী চক্র। এ ঘটনায় গত ৯ অক্টোবর আমল গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জামালগঞ্জ জোন আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানাযায়, শান্তিপুর গ্রামের খান মোঃ মোজাম্মেল হক গরু ও ছাগল ব্যাবসায়ী। পাশাপাশি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। গত ৫ অক্টোবর শনিবার বিকেলে মামলার আসামীগন স্থানীয় ফেনারবাঁক বাজারে পেয়ে কোন কারন ছাড়াই ব্যাবসায়ী খান মোঃ মোজাম্মেল হকের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে ফজলুল কাদির চৌধুরী ও তার লোকজন। টাকা না দিলে বসতবাড়ীতে গিয়ে মারপিট ও মালামাল লুট করার হুমকি দেয়। ঘটনার দিনেই ১ নং আসামী ফজলুল কাদির ও ২ নং আসামী জুলফিকার চৌধুরী দেশীও অস্ত্র নিয়ে মামলার বাদী খান মোঃ মোজাম্মেল হকের বাড়ীতে অনাধিকার প্রবেশ করে মারপিট করে। এসময় ১ লক্ষ টাকা, আট আনা ওজনের স্বর্নের চেইন ও আট আনা ওজনের স্বর্নের রিংসহ ১ লক্ষ পাঁচ হাজার টাকার স্বর্ন নিয়ে যায়। এছাড়া ঘটনার সময় আসামীরা অলিখিত দুইটি নন জুডিশিয়াল ১ শ টাকার ২টি ষ্ট্যাম্পে বের করে স্বাক্ষর দিতে বলে। আমি প্রান ভয়ে স্বাক্ষর করি। তাদের দাবীকৃত ৫ লক্ষ টাকা না দিলে ক্ষতি করিবে বলে জানায়। মামলা অন্যান্য আসামীরা হলেন মফিজুর রহমান চৌধুরীর ছেলে জুলফিকার চৌধুরী, মৃত আব্দুল মোমেন চৌধুরীর ছেলে হুমায়ুন কবীর চেীধুরী, আবুল কারাম চৌধুরীর ছেলে ঝন মিয়া, এঞ্জুর কাদের চৌধুরী, উৎসব চৌধুরী, জামিল কাদির চৌধুরী প্রীতম।

নিউজটি শেয়ার করুনঃ