সুনামগঞ্জে সাবেক মন্ত্রী, এমপিসহ ৯৯ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদীকে চেনেন না সাংবাদিক ১০ স্বাক্ষী


স্টাফ রিপোর্টার ঃ
গত ২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯৯ জনকে আসামী করে মামলা দায়েরকারী দোয়ারাবাজার উপজেলার এরয়খাই গ্রামের বাদী মোঃ হাফিজ উদ্দিনকে চেনেন না একই মামলার ১০ জন স্বাক্ষী। তাদের দাবী কোন যোগাযোগ না করেই মামলার বাদী ইচ্ছেমত স্বাক্ষী রেখেছেন, অথচ এ বাদীর সাথে স্বাক্ষীগনের কোন পরিচয়ই নেই। মামলার ৩২ নম্বর সাক্ষী দৈনিক জালালাবাদের সুনামগঞ্জ প্রতিনিধি জসিম উদ্দিন ফেইসবুক পেইজে লিখেছেন, সুনামগঞ্জে এমপি মন্ত্রীসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, মামলায় আমাকে স্বাক্ষী রাখা হয়েছে, কিন্ত আস্চর্য্যরে বিষয় মামলার বাদীকেও চিনিনা। সাংবাদিক সাহাবুদ্দিন এসআরইউ এর ফেইজে লিখেছেন, আমার মতামত না নিয়ে স্বাক্ষী করা হয়েছে কিন্তু আমি জানিনা। একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুস সালাম লিখেছেন, আমাকে স্বাক্ষী রাখা হয়েছে কিন্ত আমি জানিনা এবং বাদীকে চিনিনা। দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন আমাকে স্বাক্ষী রাখা হয়েছে কিন্তু আমি জানিনা। এনটিভির প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী বলেন, আমি ফেনী ও কুমিল্লাতে বন্যা দুর্গতদের কল্যাণে কাজ করছি, আমি বাদীকে চিনিনা, আমার সাথে যোগাযোগ না করেই স্বাক্ষী দিয়েছে। আরটিভি প্রতিনিধি শহিদনুর আহমেদ বলেন, আমাকে স্বাক্ষী রাখা হয়েছে মামলায় আমি নিজেই জানিনা। এছাড়া কোন যোগাযোগ ছাড়াই যাদেরকে স্বাক্ষী করা হয়েছে তারা হলেন চ্যানেল আই প্রতিনিধি একেএম মহিম, চ্যানেল ২৪ এর প্রতিনিধি এ আর জুয়েল, গ্লোবাল টিভি প্রতিনিধি মিজানুর রহমান রুমান, যমুনা টিভি’র প্রতিনিধি সোহানুর রহমান। অন্যদিকে গত ৪ আগস্ট ঘটনা স্থলে না থেকেও মামলায় আসামী হয়েছেন কানাডায় অবস্থানরত সজিব রঞ্জন দাস, ঢাকায় অবস্থানরত দৈনিক ভোরের কাগজের যুগ্ম সম্পাদক শাহরিয়ার বিপ্লব, ঢাকায় অবস্থানরত খায়রুল হুদা চপল, আহসান জামিল আনাসসহ অনেকেই।

নিউজটি শেয়ার করুনঃ