স্টাফ রিপোর্টার ঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী হাসিনার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন সরকারের মন্ত্রী-এমপিরা। অনেকেই গ্া ঢাকা দিয়েছেন। কিন্তু সুনামগঞ্জ-৩ আসনের চার মেয়াদের এমপি ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ওপর এই গণরোষের আঁচও লাগেনি। অবস্থান করেছেন শান্তিগঞ্জের বাড়িতেই। এদিকে তার ক্ষমতা থাকাকালীন সময়ের অনেক দুর্নীতির খতিয়ান মুখে মুখে বের হয়ে আসছে। অনেকেই বলছেন তার হাত ধরেই শতকোটি টাকার মালিক বনে গেছেন তিনি ও তার ব্যাক্তিগত সহকারী হাসনাত। পরিকল্পণা মন্ত্রী এম এ মান্নান ও তার স্ত্রী এবং ছেলের ব্যাংক একাউন্ট জব্দ করাসহ দুর্নীতির বিচার দাবী সচেতন মহলের। জেলা বিএনপি’র সহ সভাপতি আনছার উদ্দিন বলেন, খুনি হাসিনা সরকারের দুর্নীতিবাজ সাবেক এমপি, মন্ত্রীরা গ্রেফতার হচ্ছেন আবার কেউ কেউ পালিয়ে গেছেন। কিন্তু এখনো ধরাছোয়ার বাহিরে সাবেক পরিকল্পণা মন্ত্রী এম এ মান্নান। আমরা চাই এম এ মান্নান ও তার স্ত্রী এবং সন্তানের ব্যাংক একাউন্ট জব্দ করা হোক। সুনামগঞ্জ মুক্তিযোদ্দা যুব কমান্ডের সভাপতি ওবায়দুল রহমান কুবাদ বলেন, এম এ মান্নান ও তার ব্যাক্তিগত সহকারী হাসনাতকে নিয়ে ব্যাপক দুর্নীতি করেছেন। আমরা চাই এম এ মান্নান ও তার স্ত্রী এবং ছেলের ব্যাংক হিসেব জব্দ করাসহ দুর্নীতির বিচার হোক। এডভোকেট বোরহান উদ্দিন দুলন বলেন, গেল ১৫ বছরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন এম এ মান্নান। তাকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।