স্টাফ রিপোর্টার ঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরন করেছেন এমপি রনজিত চন্দ্র সরকার। গতকাল দুপুরে ধর্মপাশা উপজেলার বঙ্গবন্ধু চত্তরে প্রায় ১ হাজার বন্যা দুর্গতের মাঝে চাল, ডাল, তেল ছিড়া, মুড়িসহ বিভিন্ন ত্রান সামগ্রী তুলে দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার। ত্রান নিতে আসা বন্যা দুর্গতরা জানান, একটু দেরিতে হলেও আমাদের এমপি আমাদের পাশে এসেছেন এবং ত্রান সামগ্রী দিয়েছেন, আমরা খুশি। এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমেদ মুরাদ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া, ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দিন, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোঃ সামষুদ্দোহা, ভাইস চেয়ারম্যান এ এইচ এম ওয়াসীম, মহিলা ভাইস চেয়ারম্যান অনামিকা আক্তারসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।